খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নবীনগরে দোয়া
এস.এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে কুনিকাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও কবির মহুরির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. আব্দুল মান্নান বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার ত্যাগ, সাহসিকতা ও আপসহীন নেতৃত্ব দেশের মানুষ চিরদিন স্মরণ করবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু। তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। ছাত্রসমাজ তার আদর্শ বুকে ধারণ করে দেশ ও জাতির জন্য কাজ করে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটো, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজাম্মেল হক জালাল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহমেদ মহিন, দপ্তর সম্পাদক অ্যাড. কামাল, প্রচার সম্পাদক তাজুল ইসলাম মনা, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, পৌর বিএনপির সহ-সভাপতি ইলিয়াস আলী ও দেলোয়ার কমিশনার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলাল, সদস্য সচিব হাজী আবু কাউছার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, আসাদুজ্জামান বিপ্লব, অন্তত হীরা, আব্দুল্লাহ আল উদয়সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিআলো/আমিনা



