খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে দোয়া ও মিলাদ মাহফিল
মো. তরিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী) : বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম পথিকৃৎ, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর বাউফলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল বাজারসংলগ্ন মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা বিএনপির সদস্য, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক শরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য প্রভাষক মাকসুদুর রহমান, সূর্যমনি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিন্টু, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ রসুল পান্নু, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোর্টার এটিএম সাখাওয়াত হোসেন তামিমসহ সূর্যমনি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি আয়োজন করে ৫নং সূর্যমনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। দোয়া ও মিলাদ মাহফিলের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. শাহাবুদ্দিন মাস্টার, মো. বিপ্লব হোসেন সবুজ (সাবেক সভাপতি,৪ নম্বর ওয়ার্ড বিএনপি) মো. লুৎফর মাস্টার, মো. লিটন খান, রেজাউল করিম রেজা ও মো. রাসেল ফরাজি। আলোচনায় বক্তারা বলেন, খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আপসহীন ভূমিকা রেখে গেছেন।
তার ত্যাগ, নেতৃত্ব ও সংগ্রামী জীবন জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শেষে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদের খতিব মাওলানা মো. জিহাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
বিআলো/আমিনা



