খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনাইমুড়ীতে ছাত্রদলের আহ্বায়ক রনির মিলাদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর সোনাইমুড়ী ফয়েজিয়া এতিমখানা মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ শফিকুর রহমান। দোয়া শেষে মাদ্রাসার প্রায় আড়াইশো এতিম শিক্ষার্থীর জন্য খাবারের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সোনাইমুড়ী পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বী মাহবুব, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন জসিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাবুদ্দিন জনি, পৌর কৃষক দলের আহ্বায়ক এম এ মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন, পৌর যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ লিটন, যুবদল নেতা হাবিবুর রহমান কিরণ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন রকি, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন সজীব, কলেজ ছাত্রদলের সভাপতি জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক মিরাজসহ দলীয় নেতাকর্মীরা।
বিআলো/ইমরান



