খুলনার কয়রায় জামায়াত নেতা আবুল কালাম আজাদের ব্যাপক নির্বাচনী গণসংযোগ
মুশফিকুর রহমান, খুলনা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ খুলনার কয়রায় ব্যাপক গণসংযোগ করেছেন।
রোববার (৭ ডিসেম্বর) দিনব্যাপি তিনি মহেশ্বরীপুর ইউনিয়নের বানিয়াখালী, ফুলতলা, হড্ডা, ভাগবা এবং আমাদী ইউনিয়নের আমাদী, ভান্ডারপোল, বালিয়াডাঙ্গা, খিরোলসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।
গণসংযোগ চলাকালে মাওলানা আবুল কালাম আজাদ স্থানীয় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনা এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিকল্পনা তুলে ধরেন। নির্বাচিত হলে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সূরা সদস্য ও কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি শেখ সাইফুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।
দিনব্যাপি গণসংযোগকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিআলো/ইমরান



