খেলাফত মজলিসের ৮ নং জলস্কর ইউনিয়ন শাখা গঠিত
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীর দাগনভূঞাঁ উপজেলার ৮ নং জলস্কর ইউনিয়নে খেলাফত মজলিসের নতুন শাখা গঠনের মাধ্যমে রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ইং, এক বিশেষ সমাবেশের মধ্য দিয়ে এ শাখার নবগঠিত কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
একুশ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি হয়েছেন মাওলানা আনোয়ার হোসেন (ছবিতে ডানে) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোঃ ইসরাফিল (ছবিতে বামে)।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস নোয়াখালীর জোন সহ পরিচালক ও খেলাফত মজলিস মনোনীত ফেনী-৩ আসনের দেয়াল ঘড়ি প্রতীকের এমপি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস দাগনভূঞাঁ উপজেলা শাখার সহ সভাপতি মাও. সাদ উদ্দিন, সার্ভেয়ার জহিরুল ইসলাম পাভেল এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আফসার মুরাদ সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।
বিআলো/তুরাগ



