• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ইফতার সামগ্রী দিলেন আমিনুল হক 

     dailybangla 
    02nd Mar 2025 7:02 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ রবিবার দুপুরে রাজধানীর পল্লবী ও রুপনগরে চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শহীদ দেলোয়ার হোসেন,আনোয়ার হোসেন,আসিফ ইকবাল,রমজান আলী জীবন,মকবুল হোসেন এর পরিবারকে ইফতার ও খাদ্য সামগ্রী তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির এই শীর্ষ নেতা।

    এসময় তিনি বলেন,বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দানকারী শহীদদের সঠিক তালিকা প্রনয়ন করে রাষ্ট্রীয় খেতাব ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে।

    এসময় তিনি গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদেরকে স্হায়ী বন্দোবস্ত করারও আশ্বাস দেন এবং প্রত্যাকটি হত্যার বিচার করা হবে বলে তিনি জানান।

    পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী তাদের পরিবারের হাতে তুলে দেন তিনি। একই সময় শহীদ হওয়া নেতাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগত ভাবেও সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক।

    এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী,ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী,রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক,পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান,৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন,৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশা মিয়া প্রমুখ।

    এরপরে আমিনুল হক পল্লবীর ৫ নং ওয়ার্ড মহিলাদলের আয়োজনে ইফতার সামগ্রী বিতরণকালে বক্তব্য দেন। ওয়ার্ড মহিলাদলের আহবায়ক জাহানারা হোসেনের সভাপতিত্বে মহিলাদল নেত্রী এডভোকেট রুনা লায়লা,লাইলী বেগম, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মহিলাদলের লাকি রহমান প্রমুখ।

    এছাড়াও মাসব্যপি পল্লবী থানা ছাত্রদলের আয়োজনে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এসময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল প্রমুখ ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031