• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গণভোট-সনদ জনগণ বোঝে না: ফখরুল 

     dailybangla 
    10th Nov 2025 2:00 pm  |  অনলাইন সংস্করণ

    জানে আলম, ঠাকুরগাঁও: গণভোট নির্বাচনের দিনেই হওয়া উচিত উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গণভোট-সনদের বিষয়টি আমরা বুঝলেও সাধারণ জনগণ তা বোঝে না; এসব বোঝেন শিক্ষিত মানুষ।”

    রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

    বিএনপির মহাসচিব বলেন, “সব ধরনের সংস্কারে আমরা রাজি আছি। তবে যেটিতে রাজি হব না, সেটিও সংসদে গিয়ে পাস হয়ে যাবে- এটাই এখনকার বাস্তবতা।”

    তিনি আরও বলেন, “দেশে যেসব সংকট দেখা যাচ্ছে- সবই তৈরি করা নাটক। জনগণ এসব বোঝে না; তারা শুধু চায় তাদের ভোটাধিকার। ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’- এই অধিকারই জনগণ ফিরে পেতে চায়। কিন্তু বর্তমান সরকার জনগণের নয়, তাই তারা জনগণের কষ্টও বোঝে না।”

    ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ফখরুল বলেন, “বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রির ব্যবস্থা করা হবে এবং ফ্যামিলি কার্ড চালু করা হবে।”

    নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দাঁড়িপাল্লা প্রতীকটি আপনারা চেনেন, সেটিও এখন নির্বাচনে অংশ নিচ্ছে। ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে। এটি আমার শেষ নির্বাচন; এরপর আর নির্বাচনে অংশ নেওয়ার শক্তি থাকবে না। তাই আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।”

    সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930