গণভোটে ঐকমত্য চান উপদেষ্টারা, এক সপ্তাহ সময় রাজনৈতিক দলগুলোকে
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার গণভোট ও সংবিধান সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্রুত ঐকমত্য গড়ার আহ্বান জানিয়েছে। এ জন্য দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে যৌথ সুপারিশ দিতে বলা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, দীর্ঘ আলোচনা সত্ত্বেও কয়েকটি সংস্কার প্রস্তাব ও গণভোটের সময়-বিষয়বস্তু নিয়ে এখনও মতবিরোধ রয়ে গেছে।
তিনি বলেন, সরকার কোনো ‘আলটিমেটাম’ দেয়নি; বরং দ্রুত নির্দেশনা চাইছে। তবে নির্ধারিত সময়ে ঐকমত্য না হলে সরকার নিজস্ব সিদ্ধান্ত নেবে।
তিনি স্পষ্ট করেন, নতুন করে সংলাপ আয়োজন করবে না সরকার, তবে রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করলে তা স্বাগত জানানো হবে।
সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের সংকল্পও পুনর্ব্যক্ত করা হয়।
সম্প্রতি জুলাই সনদ, গণভোটের সময় নির্ধারণ ও নির্বাচন বিষয়ে বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের মধ্যে মতবিভেদ দেখা দেওয়ায় এই উদ্যোগ নিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
বিআলো/শিলি



