গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রশাসনের সর্বাত্মক তৎপরতা
এস এম শিমুল রানা, মাগুরা : গণভোট ২০২৬কে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোট আদায়ে কোনো ধরনের উদাসীনতা বা নিষ্ক্রিয়তা বরদাশত করা হবে না এমন কঠোর বার্তা দিয়ে মাঠে নেমেছে মাগুরার প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেন, গণভোট একটি জাতীয় দায়িত্ব। এখানে দ্বিধা বা নিরবতার কোনো সুযোগ নেই। সবাই ‘হ্যাঁ’ ভোট দেবেন এবং অন্যদেরও ‘হ্যাঁ’ ভোটে আহ্বান জানাবেন। তিনি আরও বলেন, যারা বিভ্রান্তি ছড়াবে কিংবা ভোট থেকে মানুষকে দূরে রাখবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সুপ্রদীপ চাকমা জানান, গণভোটে জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
প্রশাসনের প্রতিটি স্তরকে সক্রিয় থাকতে হবে। প্রচার, উদ্বুদ্ধকরণ ও ভোটার সচেতনতা কার্যক্রমে কোনো শিথিলতা চলবে না। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এর আগে সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে ছাত্র-ছাত্রী ও গ্রাম পুলিশের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন সুপ্রদীপ চাকমা। সেখানে তিনি আরও কড়া ভাষায় বলেন, গ্রামপুলিশরা ঘরে ঘরে যাবেন, ভোটারদের গণভোট সম্পর্কে বোঝাবেন। কেউ পিছিয়ে থাকলে চলবে না। মতবিনিময়ে তিনি বলেন, আমরা সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো এবং দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোটে ঐক্যবদ্ধ করবো।
এই লক্ষ্য বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি মাঠপর্যায়ের কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘গণভোট ২০২৬ সঠিক সিদ্ধান্ত আপনার হাতে’ এই স্লোগানকে সামনে রেখে জেলার সব উপজেলায় পর্যায়ক্রমে সভা, উঠান বৈঠক ও গণসংযোগ কার্যক্রম চালানো হবে।
একই সঙ্গে গ্রামপুলিশদের নির্দেশ দেওয়া হয়েছে—ভোটের বার্তা প্রতিটি ঘরে পৌঁছাতে হবে। প্রশাসন স্পষ্ট করে জানায়, গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনে আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে। কোনো বাধা বা অবহেলা বরদাশত করা হবে না। গণভোট-২০২৬ কে ঘিরে মাগুরায় প্রশাসনের এই তৎপরতা এখন আলোচনার কেন্দ্রে।
বিআলো/আমিনা



