গণভোটের আগে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকরা এ বছর আলু নিয়ে বিপাকে; এই সময়ে তাদের জন্য গণভোটের চেয়ে ন্যায্যমূল্য পাওয়াই বেশি গুরুত্বপূর্ণ। তিনি দেশে জাতীয় ঐক্যকে শক্তি এবং বিভাজনকে দুর্বলতার কারণ হিসেবে উল্লেখ করেন।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “একটি রাজনৈতিক দলের দাবিতে যদি গণভোট আয়োজন করতে হয়, তবে রাষ্ট্রকে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। এ সময়ে চাষিরা গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য পেতে আগ্রহী।”
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল ভেবে নিজেদের স্বার্থে অপকৌশল অবলম্বন করে বা বিএনপির বিজয় আটকাতে চায়, তা শেষ পর্যন্ত তাদের জন্য বিপর্যয়ের কারণ হতে পারে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে হুমকি-ধমকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান। তিনি সড়ক দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিভিন্ন বিষয়ে সরকারকে সঙ্গে আলোচনা হলেও সড়ক নিরাপত্তা আলোচনায় স্থান পায়নি।”
সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও বিভিন্ন সহযোগী দলের শীর্ষ নেতৃত্ব।
বিআলো/শিলি



