গণমাধ্যম কর্মীরা সমাজের দর্পণ: সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম
মাকসুদা খাতুন : সিরাজগঞ্জে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, “গণমাধ্যম কর্মীরা সমাজের দর্পণ। উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিরাজগঞ্জের উন্নয়ন অগ্রযাত্রায় প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে বলে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন, গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে তিনি সবসময় স্বাগত জানাবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতিরায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর নাহার বেগম, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন।
মুক্ত আলোচনায় অংশ নেন—সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি হেলাল আহমেদ, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাঈল হোসেন, চ্যানেল ২৪–এর সিনিয়র স্টাফ রিপোর্টার হীরক গুণ এবং দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি মাকসুদা খাতুনসহ জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক দিক এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও জোরদার করার প্রস্তাবনা তুলে ধরেন। জেলা প্রশাসক আমিনুল ইসলাম সকল গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন এবং সিরাজগঞ্জকে একটি আধুনিক, মানবিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বিআলো/ইমরান



