গণহত্যার দায়ে শ্রীলঙ্কার কারাপ্রধানের মৃত্যুদণ্ড

গণহত্যার দায়ে শ্রীলঙ্কার কারাপ্রধানের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:   গণহত্যার দায়ে অভিযুক্ত শ্রীলঙ্কার এক শীর্ষ কারা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন কলম্বো আদালত। ওই কারা কর্মকর্তার নাম এমিল লামাহেওয়াজক।

২০১২ সালের নভেম্বরে ২৭ জন কারাবন্দিকে হত্যাকাণ্ডের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে একই অভিযোগে অভিযুক্ত পুলিশ কমান্ডো মোসেস রাঙ্গাজিওয়াকে খালাস দেয়া হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) এ রায় দেয়া হয় বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

২০১২ সালের নভেম্বরে শ্রীলঙ্কার কলম্বোর প্রধান কারাগার উইলিকাদার ভিতর ২৭ জন বন্দিকে হত্যার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক মহলে।

২০১৯ সালের জুলাইয়ে ওই দুই ব্যক্তিকে এই হত্যায় অভিযুক্ত করা হয়। বলা হয়, তারা সরাসরি গুলি করে মোট ২৭ বন্দিকে হত্যা করেছেন। তবে মাত্র আটজন বন্দিকে হত্যার তথ্যপ্রমাণ পাওয়া।

অভিযুক্তরা জানান, সে সময় কারাগারে দাঙ্গার সৃষ্টি হয়। আর পুলিশ কমান্ডোরা শুধু সেই দাঙ্গা থামানোর চেষ্টা করেছেন এবং বন্দিদের নিরস্ত্র করার চেষ্টা করেছেন। কারাবন্দিরা অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে পুলিশের প্রতি গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ে মারা যান বন্দিরা। তবে কে গুলির নির্দেশ দিয়েছে তা জানা যায়নি।

রাষ্ট্রের প্রসিকিউটরের মতে, আটজন বন্দির নাম উল্লেখ করা হয়েছে। তাদেরকে গণহত্যা করা হয়। এভাবে টার্গেট করে হত্যার কারণে তখনকার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে, যিনি বর্তমানে প্রধানমন্ত্রী, তার সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে কড়া নিন্দা জানানো হয়।

বিআলো/শিলি