গোপালগঞ্জে গ্রামবাসী ভেঙ্গে ফেলেছে গুরুত্বপূর্ন একটি কাঠের পোল

গোপালগঞ্জে গ্রামবাসী ভেঙ্গে ফেলেছে গুরুত্বপূর্ন একটি কাঠের পোল

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার কোটালীপাড়া উপজেলার কুশলা গ্রামের ২ নং ওয়ার্ডভুক্ত ধোরাইল গ্রামের অতি গুরুত্বপূর্ন  একটি  কাঠের পোল গ্রামবাসী ভেঙ্গে ফেলেছে। এতে ওই গ্রামের সাথে প্রতিবেশী কাজুলিয়া গ্রামের সংযোগ বিচ্ছিন্ন হয়ে সাধারন মানুষের ভোগান্তি বেড়েছে। সরেজমিন সেখানে গিয়ে দেখা গেছে পোলের অর্ধেকটা ভাঙ্গা।

এলাকাবাসীর সাথে আলাপ করে জানা গেছে কাঠের পোলটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতো। কিন্তু কিছু দিন পূর্বে পোলটির অর্ধেকাংশ ভেঙ্গে ফেলায় সে সুবিধা থেকে সাধারন মানুষ বঞ্চিত হচ্ছে। চলতি সময়ে সাধারন মানুষ ঘুরপথে এক গ্রাম থেকে অন্য গ্রামে চলাচল করতে বাধ্য হচ্ছে। এতে সময় ও অর্থ উভয় বাড়তি ব্যয় হচ্ছে। 

ভাঙ্গা কাঠের পোলের গোড়ায় অবস্থিত দোকান মালিক বাচ্চু শেখ জানিয়েছেন করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর গ্রামের লোকজন পোলটি ভেঙ্গে ফেলেছে যাতে লোকজন চলাচল করতে না পারে।

২ নং ওয়ার্ডের মেম্বার মো: ইয়াকুব বলেছেন কাঠের পোলটি ভাঙ্গার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। কাজুলিয়া গ্রামের মানুষদের আগমন ঠেকাতেই কাঠের পোলটি ভাঙ্গা হয়েছে। এতে আমার গ্রাম তথা ২ নং ওয়ার্ডবাসীর সমর্থন রয়েছে। 

বিআলো/শিলি