গোবিন্দগঞ্জ পৌরসভার ৩৪ কোটি টাকার বাজেট ঘোষণা

গোবিন্দগঞ্জ পৌরসভার ৩৪ কোটি টাকার বাজেট ঘোষণা

ইয়াসির আরাফাত,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩ টায় পৌরসভা মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার এই বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে প্রস্তাবিত উন্নয়ন ও রাজস্ব আয় ধরা হয়েছে ৩৪ কোটি ১৭ লক্ষ ৫৭ হাজার ৬শ’ ৪৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৯ লক্ষ ৯৫ হাজার টাকা।

এ বাজেটে উদ্বৃত্ত রয়েছে ৭ লক্ষ ৬২ হাজার ৬শ’ ৪৫ টাকা। প্রধান অতিথি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী ঢাকা থেকে মোবাইল ফোনে এ বাজেট অনুষ্ঠানের উদ্বোধন করেন। পৌর মেয়র আতাউর রহমান সরকারের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন ও থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু। পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএসএম শরিফুল ইসলাম ডাকুয়া, এ্যাকাউনটেন্ট সাইদুর রহমান, পৌরসভার কাউন্সিলরগণ, সার্ভেয়ার আনোয়ার হোসেন আকন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সূধীজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।