গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : স্বর্ণ চোরাকারবারি মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা একটি মামলায় চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বৃহস্পতিবার কমিশন চার্জশিট অনুমোদন দিয়েছে। 

তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোশাররফ হোসেন মৃধা এখন আদালতে চার্জশিটটি পেশ করবেন। দুদক সূত্র জানায়, এ মামলা তদন্তে তার বিরুদ্ধে তিন কোটি ১০ লাখ ৮৫ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ মিলেছে। চার্জশিটে বলা হয়, অবৈধভাবে অর্জিত এক কোটি ৬১ লাখ টাকা বৈধ করার জন্য মনির বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দান নেওয়ার দাবি করেছেন দুদকের কাছে। তবে তদন্তে ওইসব ব্যক্তি ভুয়া ও অস্তিত্বহীন প্রমাণিত হয়। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের আরেকটি অভিযোগও তদন্ত করেছে দুদক।

চার্জশিটে আরও বলা হয়, আসামি মনির হোসেন বিভিন্ন সময়ে আয়কর নথিতে এক কোটি ৪৯ লাখ ৮৫ হাজার টাকার তথ্য দিলেও তার বৈধ উৎস পাওয়া যায়নি। দুদকের তদন্তে ২০০৯ সালের ১৮ জুন পর্যন্ত মনিরের নামে মোট তিন কোটি ১০ লাখ ৮৫ হাজার টাকার অবৈধ সম্পদের সত্যতা পাওয়া গেছে।

দুদক সূত্র জানায়, মনির হোসেনের বিরুদ্ধে ২০০৯ সালের ১৮ জুনের পর থেকে অর্জিত সম্পদের আরেকটি অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এ সময়কালে মনিরের সম্পদের হিসাব চেয়ে গত ২৬ নভেম্বর নোটিশ পাঠানো হয়েছে। একই দিনে মনিরের স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব চেয়ে আরেকটি নোটিশ পাঠানো হয়। মনিরের স্ত্রীর কাছে ২০১৬ সালের ১০ অক্টোবরের পর থেকে সম্পদের হিসাব চাওয়া হয়। এই তারিখের আগে তিনি দুদকে সম্পদের হিসাব পেশ করেছেন।

স্বর্ণ চোরাচালান, অবৈধ সম্পদ অর্জন, বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখা, প্রতারণা, জালিয়াতির অভিযোগে গত ২১ নভেম্বর গোল্ডেন মনিরকে রাজধানীর বাড্ডার বাসা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বি আলো / মুন্নী