গলাচিপায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু
dailybangla
19th Nov 2025 2:23 pm | অনলাইন সংস্করণ
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় পুকুরে ডুবে আবির (৪) নামে এক শিশু মারা গেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা দেড়টার দিকে নিজ বাড়ির পুকুরে খেলতে খেলতে দুর্ঘটনাবশত পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের লোকজন কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আবিরের চাচা আনিছ হাওলাদার পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে গলাচিপা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে যান। বেলা দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তুষার আহমেদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত আবির উপজেলার ডাকুয়া ইউনিয়নের আঠখালী গ্রামের পানচাষি লতিফ হাওলাদারের ছেলে। দুই মেয়ের পর আবিরই ছিল তার পরিবারের একমাত্র ছেলে সন্তান।
একমাত্র সন্তানের মৃত্যুতে হাসপাতালে এবং বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও আহাজারি।
বিআলো/এফএইচএস



