গাছ ফেলে অবরোধ, দুই ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-বরিশাল মহাসড়ক
নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই ঘণ্টা স্থবিরতার পর আবারও স্বাভাবিক হয়েছে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল। রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্যোগে সড়ক থেকে গাছ ও অন্যান্য বাধা অপসারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ভোর থেকে মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ থেকে কালকিনির ভূরঘাটা বাসস্ট্যান্ড পর্যন্ত অন্তত আটটি স্থানে গাছ ফেলে, ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আকস্মিক এই অবরোধে মহাসড়কের দুই প্রান্তে লম্বা যানজট তৈরি হলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার ও সোমবার (১৬-১৭ নভেম্বর) ঘোষিত শাটডাউন কর্মসূচি বাস্তবায়নে ভোর থেকেই বিভিন্ন স্থানে অবরোধ গড়ে তোলে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা। এ সময় তারা প্রায় ২০টি ককটেল বিস্ফোরণ ঘটায় বলেও জানা যায়।
খবর পেয়ে পুলিশ, মাদারীপুর জেলা সদর ও কালকিনি ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সড়ক পরিষ্কার করার কাজ শুরু করেন। গাছ অপসারণের কাজে স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতাকর্মীও সহযোগিতা করেন বলে জানা গেছে। প্রায় চার ঘণ্টা প্রচেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন; অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
বিআলো/শিলি



