গাজা থেকে পালানো ১৭০ ফিলিস্তিনি আশ্রয় নিলেন জোহানেসবার্গে
আর্ন্তজাতিক ডেস্ক: গাজা উপত্যকা থেকে পালিয়ে আসা ১৭০ ফিলিস্তিনি নাগরিক দক্ষিণ আফ্রিকায় এসেছেন এবং দেশটির সরকারের আশ্রয় পেয়েছেন। নাইরোবি থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা জোহানেসবার্গের ও আর থাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বৃহস্পতিবার।
দক্ষিণ আফ্রিকার বৃহৎ দাতব্য সংস্থা গিফট অফ দ্য গিভারস-এর সহযোগিতায় এরা দেশে এসেছেন। তবে বৈধ পারমিট না থাকায় প্রথমে তাদের বিমানবন্দরে প্রবেশের অনুমতি মেলেনি। দিনভর বিমানেই অপেক্ষার পর, পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোম এফেয়ার্স মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের দেশে প্রবেশের অনুমতি দেয়া হয়। সরকারের পক্ষ থেকে রাতেই আনুষ্ঠানিক ঘোষণা আসে, যেখানে বলা হয়, তারা সবাই শরণার্থী হিসেবে দক্ষিণ আফ্রিকায় থাকবেন এবং এসাইলাম পাবেন।
এটি গাজায় গণহত্যার শিকার হয়ে পালিয়ে আসা ফিলিস্তিনিদের জন্য দক্ষিণ আফ্রিকায় পাঠানো দ্বিতীয় বিমান। এর আগে মাসের শেষ দিকে প্রথম বিমানটি ১৭৬ জন ফিলিস্তিনিকে নিয়ে আসেছিল।
স্থানীয় মানবাধিকার সংগঠন এবং মুসলিম সম্প্রদায় তাদের খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে। তবে জোহানেসবার্গের আশেপাশের হোটেল ও গেস্টহাউসে কেবল সাত দিনের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। পরে গিফট অফ দ্য গিভারস-এর সঙ্গে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যাবে।
ড. ইমতিয়াজ সুলাইমান বলেন, “দক্ষিণ আফ্রিকা শরণার্থী নীতি ও মানবিক সহায়তার ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু করেছে।”
বিআলো/শিলি



