গাজা সিটিতে সংঘর্ষ অব্যাহত, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ
আর্ন্তজাতিক ডেস্ক: গাজা সিটির স্থানীয় কর্তৃপক্ষ অভিযোগ করেছে, চলমান যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ইসরাইলি সেনারা শহরের ভেতরে আরও অগ্রসর হয়েছে। আশ-শাফ, আন-নাজ্জাজ ও বাগদাদ স্ট্রিটের বহু ফিলিস্তিনি পরিবার এখন ট্যাংকের অগ্রযাত্রার মধ্যেই আটকা পড়েছে। গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, সীমারেখা সরিয়ে সেনারা প্রায় ৩০০ মিটার ভেতরে প্রবেশ করেছে।
শুক্রবারও দক্ষিণ গাজার খান ইউনুসে ‘ইয়েলো লাইন’-এর ভেতরে বিমান ও কামান হামলা চালানো হয়। হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এর আগে বুধবার গাজা সিটি ও খান ইউনুসে বিমান হামলায় কমপক্ষে ২৫ জন ফিলিস্তিনি নিহত হন।
গাজার মিডিয়া অফিস বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল প্রায় প্রতিদিনই আকাশ, স্থল ও সরাসরি গুলিবর্ষণ চালাচ্ছে। ইতিমধ্যেই ৪০০-এর বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে, যাতে ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
ফিলিস্তিন কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ককে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে হামলা বন্ধ এবং খাদ্য, আশ্রয়, চিকিৎসা ও অবকাঠামোর সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনও গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে গণহত্যার অংশ হিসেবে উল্লেখ করেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে চলা সংঘর্ষে গাজায় কমপক্ষে ৬৯,৫৪৬ জন নিহত ও এক লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছে। শহরের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত এবং প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে।
বিআলো/শিলি



