গাজাবাসীদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল জর্ডান-পাকিস্তান
আর্ন্তজাতিক ডেস্ক: গাজার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির যেকোনো প্রস্তাবের বিরোধিতা করেছেন জর্ডানের রাজা আবদুল্লাহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার (১৫ নভেম্বর) ইসলামাবাদে বৈঠকে দুই নেতা গাজা যুদ্ধোত্তর পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক সহায়তা জোরদার নিয়ে আলোচনা করেন।
জিও নিউজ জানায়, আরব-ইসলামি আট দেশের যৌথ উদ্যোগে যুদ্ধ পরবর্তী গাজার শাসন কাঠামো পুনর্গঠন ও পুনর্বাসন পরিকল্পনাও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। গাজার জনগণকে তাদের ভূমি থেকে সরিয়ে দেওয়ার যেকোনো উদ্যোগকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন দুই নেতা।
এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। খান ইউনুস, গাজা সিটি ও রাফাহ সীমান্তে নতুন করে বহু স্থাপনা ধ্বংস হয়েছে। স্যাটেলাইট চিত্র বলছে, এক মাসে অন্তত দেড় হাজার ভবন মুছে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
এমন পরিস্থিতিতেও গাজার ধ্বংসস্তূপের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে পুনরায় চালু করার চেষ্টা চলছে। দুই বছরের আগ্রাসনে ৮২ শতাংশ স্কুল ধ্বংস হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক সংস্থাগুলো অস্থায়ী শ্রেণিকক্ষ তৈরি করে পাঠদান শুরু করেছে। তবে শিক্ষাসামগ্রীর ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে এই কার্যক্রম বজায় রাখা কঠিন হয়ে উঠছে।
শিক্ষকেরা বলছেন, যুদ্ধোত্তর মানসিক আঘাত কাটিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠচক্রে ফেরানোই এখন সবচেয়ে কঠিন কাজ। সূত্র: জিও নিউজ
বিআলো/শিলি



