• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত 

     dailybangla 
    13th May 2025 11:56 pm  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে সোমবার গাজীপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে সকাল ১০ টায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সেদের বিভিন্ন সুবিধা-অসুবিধা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

    উল্লেখ্য যে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)আমিনুল ইসলাম পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বিপিএম পদক, অতিরিক্ত পুলিশ সুপার, (কালীগঞ্জ সার্কেল)মো. আসাদুজ্জামান আইজিপি ব্যাজ, কনস্টব মোঃ আব্দুল রাজ্জাক, কনস্টবল মো. আকবর আলী ও কনস্টবল মো. আরিফুর রহমান আইজিপি ব্যাজ প্রাপ্ত হওয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার।

    এপ্রিল মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলায় শ্রেষ্ঠ ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটনকারী অফিসার এসআই (নিঃ) মো. ফজলুল হক,মৌচাক পুলিশ ফাঁড়ি, কালিয়াকৈর থানা, জেলায় শ্রেষ্ঠ ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটনকারী অফিসার এসআই (নিঃ) মো. জামাল উদ্দিন, জয়দেবপুর থানা, জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম, কাপাসিয়া থানা, জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই (নিঃ) সুশান্ত চন্দ্র সরকার, কালীগঞ্জ থানা, জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই (নিঃ)মো. হাসমত আলী, কাপাসিয়া থানা, জেলায় শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সার্জেন্ট মো. রাকিব হোসেন, ট্রাফিক বিভাগসহ প্রত্যেক শ্রেষ্ঠ অফিসারদেরকে ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করেন।

    উক্ত কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. আফজাল হোসেন খানসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031