গাজীপুরের বানিয়ারচালায় শিক্ষার মানোন্নয়নে ‘স্কুল এনহ্যান্সমেন্ট’ কার্যক্রমের উদ্বোধন
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের বানিয়ারচালায় শিক্ষার মানোন্নয়নে ‘স্কুল এনহ্যান্সমেন্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার বানিয়ারচালা স্কুল প্রাঙ্গণে টেকসই ভবিষ্যতের জন্য একসাথে বেড়ে ওঠা বানিয়ারচালা স্কুলের উন্নতি শীর্ষক এই উদ্যোগটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে বি অ্যান্ড সি এডুকেশন প্রজেক্ট।
বানিয়ারচালা মডেল একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান প্রদর্শনী, শিক্ষা উপকরণ বিতরণ এবং শ্রেণিকক্ষভিত্তিক উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। আয়োজকদের মতে, প্রকল্পটির লক্ষ্য শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষক, শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি করা। অতিথিরা বলেন, টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অপরিহার্য।
এই কার্যক্রম ভবিষ্যতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। এসময় উপস্থিত ছিলেন কটন গ্রুপের সিও ও লুক পিকস্টেন, সোর্সিং ম্যানেজার পিজে, এ এম সি এর সিও উত্তম কুমার সাহাসহ, প্রোডাকশন পরিচালক শুভ কুমার সাহা, কারখানার কর্মকর্তা-কর্মচারী ও স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিআলো/আমিনা



