• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গানে গানেই এগিয়ে যেতে চান জ্যোতি 

     dailybangla 
    20th Aug 2025 6:39 pm  |  অনলাইন সংস্করণ

    অভি মঈনুদ্দীন:সঙ্গীত জীবনের শুরুতেই বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের যুবরাজ আসিফ আকবরের সঙ্গে একেবারেই এই প্রজন্মের নতুন একজন গায়িকার দ্বৈত গান গাওয়ার সুযোগ পাওয়া পরম সৌভাগ্যেরই বটে। আর সেই সৌভাগ্যই হয়েছে এই প্রজন্মের সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী কুমিল্লার মেয়ে আর এ জ্যোতির। ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশিত জ্যোতির লেখা ও সুরে প্রথম মৌলিক গান ‘আমি ধন্য’ প্রকাশের আগেই জ্যোতির কন্ঠে ‘আমি ধন্য’ গানটি শোনার সুযোগ হয় আসিফ আকবরের। জ্যোতির মিষ্টি সুরেলা কণ্ঠ ভালোলেগে যায় আসিফ আকবরের।

    তিনিই জ্যোতিকে তার সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ করে দেন। গত মার্চে আসিফ আকবর’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় আসিফ-জ্যোতির প্রথম দ্বৈত গান ‘তুমি শুধু তোমারই মতো’ গানটি। গানটি প্রকাশের পর বেশ সাড়া ফেলে। ইউটিউবে গানের কমেন্ট বক্সে আসিফ আকবরের সঙ্গে জ্যোতির গায়কীরও প্রশংসা করেছেন শ্রোতা দর্শক। দিনে দিনে এই গানের প্রসারও বাড়ছে। যা জ্যোতির জন্য আগামীতে আরো ভালো ভালো গান করার সুযোগও বয়ে আনছে। এরইমধ্যে জ্যোতির তৃতীয় মৌলিক গান ‘শ্যাম বন্ধু রে’ও প্রস্তুত। লিখেছেন মনসুর সানী, সুর করেছেন মাসুদ টুটুল, সঙ্গীতায়োজন করেছেন সম্রাট আহমেদ। এটি জ্যোতির একক গান। যদিও বা গানে তার তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।

    কিন্তু ছোট বেলায় বাংলা ছায়াছবির গান খুউব শুনতেন তিনি। আর তখন থেকেই গানের প্রতি তার ভীষণ ভালোলাগা জন্মায়। একদিন তিনিও শিল্পী হবেন এমন স্বপ্ন নিয়েই গানের ভুবনে তার পথচলা। কুমিল্লা সরকারী মহিলা কলেজে অনার্স (বিষয় সমাজ কর্ম) তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। নিজের স্বপ্ন পূরণে ঢাকাতেই বসবাস করছেন তিনি। এরইমধ্যে নিজেকে গানে মূলত প্রতিষ্ঠা করার লক্ষ্য থাকলেও উপস্থাপনাটাও করতে আগ্রহী জ্যোতি। যে কারণে একটি কয়েক মাসের কোর্সও করছেন জ্যোতি। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হয়ে তিনি মঞ্চ নাটকেও অভিনয় করেছেন।

    নাটক ‘মলুয়া সুন্দরী’তে মলুয়া চরিত্রে এবং ‘নরকে লাল গোলাপ’ নাটকে প্রধান চরিত্র বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করে অভিনয়ে প্রশংসিত হয়েছেন জ্যোতি। আগামীর স্বপ্ন নিয়ে জ্যোতি বলেন,‘ পেশাগতভাবে আমি একজন গায়িকা হবারই চেষ্টায় আছি। যে কারণে ঢাকায় বসবাস করছি। আমার বিশ্বাস একদিন আমার স্বপ্ন পূরণ হবে। কারণ আমি নিজের ব্যাপারে যথেষ্ট সচেতন এবং আমার আগামী নিয়ে আমি আরো সচেতন। গানের কারণে যদি কখনো অভিনয় চলে আসে তা করা যেতে পারে। কিন্তু গানই আমার মূল লক্ষ্য। পাশাপাশি উপস্থাপনাটাও করতে চাই।’ জ্যোতি জানান, এরইমধ্যে তিনি ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শোতেও সঙ্গীত পরিবেশন করেছেন। ৩০ মে জন্ম নেওয়া জ্যোতির বাবা মো. হানিফ ও মা শেফালী বেগম। তিন বোন এক ভাইয়ের মধ্যে জ্যোতিই সবার ছোট।

    বিআলো/ইমরান

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031