গুঞ্জন উড়িয়ে দিলেন লিটন দাস
dailybangla
03rd Dec 2025 3:32 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দল গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে অধিনায়ক লিটন দাস ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মধ্যে তৈরি হওয়া উত্তেজনা অবশেষে থিতিয়ে এসেছে।
সিরিজ জয়ের পর লিটন জানালেন, দুই পক্ষের ভুল বোঝাবুঝি কেটে গেছে এবং তিনি নেতৃত্ব ছাড়ছেন না।
লিটনের দাবি, শামীম হোসেনকে বাদ দেওয়া প্রসঙ্গে তাকে আগেভাগে জানানো হয়নি। পরে লিপুও বলেন, নির্বাচকরা নিজেদের দায়িত্ব অনুযায়ী দল ঠিক করেছেন। প্রথম ম্যাচে হার ও বিতর্কে পরিস্থিতি জটিল হয়ে উঠলেও শেষ পর্যন্ত আলোচনায় মিলেছে সমাধান।
সংবাদ সম্মেলনে লিটন বলেন, হঠাৎ পরিস্থিতিতে দুই পক্ষেরই কিছু মন্তব্য ঠিক হয়নি। তবে আলোচনা শেষে সব পরিষ্কার হয়েছে। বিশ্বকাপ সামনে রেখে দায়িত্ব ছাড়ার গুঞ্জন তিনি উড়িয়ে দিয়ে জানান, এখনই নেতৃত্ব ছাড়ার কোনো প্রশ্ন নেই।
বিআলো/শিলি



