গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদে গোডাউনে আগুন
dailybangla
26th Dec 2025 6:14 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।
খবর পাওয়ার পর মাত্র ৫ মিনিটের মধ্যে, বিকেল ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডটি ভবনটির আটতলা ভবনের ছাদের ওপর অবস্থিত একটি গোডাউনে সংঘটিত হয়।
ঘটনাস্থলে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিআলো/তুরাগ



