গোবিন্দগঞ্জে ধানের শীষের প্রার্থী শামীম কায়সার লিংকনের পক্ষে বিশাল নির্বাচনী মিছিল
তৌফিকুল ইসলাম (মহন),গোবিন্দগঞ্জ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শামীম কায়সার লিংকনকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার কোচারশহর ইউনিয়নে বিএনপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি কোচারশহর বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পনগরী কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সাবেক চেয়ারম্যান ও স্থানীয় নেতা মোশাররফ হোসেন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী গাইবান্ধা-৪ আসনের আলহাজ্ব শামীম কায়সার লিংকনকে বিপুল ভোটে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের মাঠে নেমে জনগণের সঙ্গে থেকে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “দলীয় ঐক্য ও জনগণের সমর্থনই বিজয়ের মূল শক্তি।” আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে নেতা-কর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নির্বাচনী মিছিল ও সমাবেশ ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিআলো/ইমরান



