গোয়ার নাইটক্লাবে আগুনে ২৩ জনের মৃত্যু
dailybangla
07th Dec 2025 10:44 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: উত্তর গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন মারা গেছেন। শনিবার মধ্যরাতে আরপোরায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় কয়েকজন পর্যটকও নিহত হন।
‘বার্চ বাই রোমিও লেন’ নামের ক্লাবটিতে রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে আগত অতিথিদের অনেকেই বের হতে না পারায় গুরুতর হতাহতের ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত করেন যে তিনজন আগুনে দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন।
পিটিআই জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এএনআই নিশ্চিত করেছে যে আগুন এখন নিয়ন্ত্রণে।
গোয়া পুলিশের মহাপরিচালক অলোক কুমার বলেন, সব মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলছে। তথ্যসূত্র: এনডিটিভি
বিআলো/শিলি



