গোয়ালন্দ গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
dailybangla
19th Jan 2026 9:18 pm | অনলাইন সংস্করণ
সোহেল রানা চৌধুরী, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নূরুল হক।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল দপ্তরের কর্মকর্তা, পুলিশ, আনছার ও সেনাবাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, গণভোটে সাধারণ জনগণকে অংশগ্রহণের জন্য সচেতনতা বৃদ্ধি করতে নানা পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন। সেই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিআলো/আমিনা



