গৌরনদীতে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইব্রাহিম। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
এ লক্ষ্যে প্রশাসনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
সভায় বিশেষ অতিথি ও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফকরুল ইসলাম, গৌরনদী সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মো. সাইফ এবং গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন, মো. নাঈম, মো. নাসির উদ্দীন, উপজেলা প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জলিল, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়ালি উল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বজায় রাখা, ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশাসনের প্রস্তুতি এবং সকলের সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. তাসলিমা বেগম ও সমবায় কর্মকর্তা আফসানা শাখি।
বিআলো/আমিনা



