• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গৌরীপুরে রক্তযোদ্ধা মিলনমেলা ও সংবর্ধনা 

     dailybangla 
    18th Jan 2026 8:25 pm  |  অনলাইন সংস্করণ

    আব্দুর রউফ দুদু, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে মানুষের জীবন বাঁচাতে নিরলসভাবে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদূত ব্লাড ডোনার সোসাইটি প্রতিষ্ঠার এক সপ্তাহও পূর্ণ হওয়ার আগেই ৩০ ব্যাগ রক্ত সংগ্রহ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

    শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) পৌর শহরের ভার্টেক্স কোচিং সেন্টার মিলনায়তনে আয়োজিত রক্তযোদ্ধা মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান টি পরিণত হয় রক্তদাতাদের এক প্রাণবন্ত উৎসবে। এতে রক্তযোদ্ধা, স্বেচ্ছাসেবক, রক্তদাতা এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক তাসাদ্দুল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব তরিকুল ইসলাম।

    বক্তব্যে যুগ্ম আহ্বায়ক শামীম আনোয়ার বলেন, “মানুষের জীবন বাঁচানোই সবচেয়ে বড় ইবাদত। রক্তদান কোনো দান নয়, এটি মানবতার প্রতি আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির রক্তদাতারা সমাজের নীরব নায়ক, যারা বিনিময়হীন মানবসেবায় নিজেদের উৎসর্গ করেছেন। এই মানবিক উদ্যোগ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়লে সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে।

    এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক শামীম আনোয়ার জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর গৌরীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সদস্য মোখলেছুর রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব, সাধারণ সম্পাদক রমজানুর রহমান নাজিম, জাহাঙ্গীর আলম জয়, মুনতাসির রহমান মাসুক, এহসানুল হক জারিফ, মো. গোলাম রাব্বি, পার্থ চল দেবনাথ, সিয়াম, সাখাওয়াত হোসেন লিমন, জয় আচার্য্য, শুভ, প্রীতম চন্দ্র সরকার, মেহেদী হাসান রানা, সাখাওয়াত হোসেন, রাকিবুল, রাব্বি, মো. আনন্দসহ আরও অনেকে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031