• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গ্রামভিত্তিক স্বাস্থ্যকর্মীদের জীবনমান উন্নয়ন ছাড়া কার্যকর স্বাস্থ্যব্যবস্থা সম্ভব নয়: ড. জিয়াউদ্দিন হায়দার 

     dailybangla 
    21st Oct 2025 11:35 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: বরিশাল বিভাগে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিভিল সার্জন অফিস বরিশালের আয়োজনে, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ও স্বাস্থ্য সেবা বিভাগের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিভিল সার্জন ড.এস.এম.মনজুর-এ-এলাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন। প্রধান আলোচক ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বরিশাল ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রকিউরমেন্ট, আইসিটি ও গবেষণা), স্বাস্থ্য সেবা বিভাগ উপসচিব মো. নাছির উদ্দিন,পরিচালক (মাঠ প্রশাসন), কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ডা. আসিফ মাহমুদ, এবং পরিচালক (চলতি দায়িত্ব), প্রশিক্ষণ, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ডা. গীতা রানী দেবী। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন- আমাদের দল বিএনপিকে যদি জনগণ দায়িত্ব দেয়, আমরা স্বাস্থ্যসেবাকে আধুনিক ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাব। হেলথ কার্ডের মাধ্যমে ডিজিটাল রেফারেল সিস্টেম চালু করব, যাতে একজন মানুষও চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে।

    প্রধান আলোচক মো. আখতারুজ্জামান বলেন- দেশের স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক একটি ঐতিহাসিক মাইলফলক। বিশ্বের ৭০টি দেশে এ উদ্যোগ প্রশংসিত হয়েছে। ক্লিনিকগুলো মানুষের মৌলিক অধিকার—চিকিৎসা—দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। সিএইচসিপিগণ এর কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন। তাদের স্কুল পর্যায়েও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করতে হবে। তিনি আরও জানান, সিএইচসিপিদের মাধ্যমে বর্তমানে নরমাল ডেলিভারি কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে, যা মাতৃস্বাস্থ্য সেবায় ইতিবাচক পরিবর্তন এনেছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031