গোয়ালন্দে খোয়া ভর্তি নৌকাডুবি, নিখোঁজ ৪ 

গোয়ালন্দে খোয়া ভর্তি নৌকাডুবি, নিখোঁজ ৪ 
প্রতীকী ছবি

হাসিনা খাতুন, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়াজানি এলাকায় পদ্মা নদীতে খোয়া ভর্তি নৌকাডুবিতে ৪ জন শ্রমিক নিখোঁজ হয়েছে। 

শুক্রবার (২০ ডিসেম্বর) পাবনা জেলার কাজীরহাট এলাকা থেকে কাঠের তৈরি নৌকায় খোয়া ভর্তি করে রাজবাড়ী সদর উপজেলার গুদার বাজারের দিকে আসছিলো। পথে মধ্যে দুপুরে হঠাৎ নৌকার তলদেশ ফেটে নৌকা ডুবে যায়। নৌকার মাঝি ও মালিক জানু প্রামাণিক (৪৫) সহ ৬ জন সাঁতার কেটে কূলে উঠতে পারলেও অপর ৪ জন নৌকার মধ্যে আটকা পড়ে। 

ফায়ার সার্ভিসের ডুবুরিরা শনিবার দুপুর পর্যন্ত চেষ্টা করেও উক্ত নৌকার ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে পারেনি। নিখোঁজ ব্যক্তিরা হচ্ছেন, সিরাজগঞ্জ জেলার শাহজাতপুর উপজেলার সন্তোয়া গ্রামের আলতাফ প্রামাণিকের পুত্র ফারুক প্রামাণিক (৩৫), শাহজাহান শেখের পুত্র নুরুজ্জামান শেখ (৩০), আবুল শেখের পুত্র আব্দুল শেখ (৩০) ও একই গ্রামের আজাদ শেখের পুত্র আলামিন শেখ (৩২)।

দৌলতদিয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ ইছহাক আলী জানান, ডুবুরিরা প্রচণ্ড শীতের মধ্যে বার বার চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি। ধারণা করা হচ্ছে নৌকার মধ্যে আটকা পড়ে উক্ত ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে।