ঘনঘন ভূমিকম্পে দুশ্চিন্তা বাড়ছে, ১৩ ঘণ্টায় তিনবার কেঁপে উঠল দেশ
নিজস্ব প্রতিবেদক: মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশে তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে, যা দেশজুড়ে মানুষের মধ্যে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। স্বল্প সময়ে এ ধরনের ধারাবাহিক কম্পন ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছে। যদিও প্রতিটি ভূমিকম্পের মাত্রা ছিল হালকা থেকে মাঝারি, তবুও রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসে।
বুধবার দিবাগত রাত ৩টার পর থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত এই তিনটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। সংস্থাটি জানায়, সবগুলোর মাত্রাই ছিল রিখটার স্কেলে স্বল্পমাত্রার।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে রাজধানীতে অনুভূত হওয়া সর্বশেষ কম্পনটির মাত্রা ছিল ৩.৬। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, কম্পনটির উৎস নরসিংদীর ঘোড়াশাল এলাকায়, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
এ তথ্য ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-ও নিশ্চিত করেছে।
এর আগে ২২ ও ২৩ নভেম্বর দুই দিনে ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে তিনটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং একটির ঢাকা। ২১ নভেম্বর একটি এবং ২২ নভেম্বর তিনটি কম্পন রেকর্ড হয়।
বিশেষজ্ঞরা বলছেন, নরসিংদী অঞ্চলে বারবার কম্পন দেশের সক্রিয় ভূকম্পীয় অবস্থা সম্পর্কে নতুন করে সতর্ক করছে।
বিআলো/শিলি



