• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশু ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার 

     dailybangla 
    02nd May 2025 6:51 pm  |  অনলাইন সংস্করণ

    ইবনে ফরহাদ তুরাগ: চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। তার নাম- মো. ইউসুফ আলী পাটোয়ারী।

    মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৪ টার দিকে সবুজবাগ থানার বাসাবো এলাকায় অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেফতার করা হয়।

    বুধবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

    কদমতলী থানা সূত্র জানায়, শিশুটির মা কদমতলী একটি ভাড়া বাসায় বসবাস করেন। প্রতিদিনের ন্যায় গত ২৫ এপ্রিল তিনি তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে কদমতলীর শ্যামপুর বালুর মাঠে ৯নং রোডে মিনহাজের বন্ধ ফ্যাক্টরির নিচতলায় পুরাতন প্লাস্টিকের ভাঙ্গারি বাছাই করতে যান। বেলা ১১টার দিকে ইউসুফ আলী পাটোয়ারী শিশুটিকে চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে ফ্যাক্টরির তৃতীয় তলায় নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করেন। এতে সহযোগিতা করেন শফিকুল ইসলাম শাহিন ও অজ্ঞাত একজন, যারা বাইরে পাহারা দেন। শিশুটির কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে শফিকুল ও অজ্ঞাত ব্যক্তি ইউসুফকে পালাতে সহায়তা করেন।

    ঘটনার পর ভুক্তভোগীর মা স্থানীয় জনতার সহায়তায় শফিকুল ইসলাম শাহিনকে আটক করে থানায় নিয়ে যান এবং এ ঘটনায় কদমতলী থানায় একটি নিয়মিত মামলা হয়।

    কদমতলী থানার এ.এস.আই মিঠুন চন্দ্র ঘোষ জানান, থানায় মামলার পর কদমতলী থানা পুলিশ গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২৯ এপ্রিল) সবুজবাগ থানার বাসাবো এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইউসুফ আলীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইউসুফ আলীকে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অজ্ঞাত অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

    বিআলো/নিউজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031