চট্টগ্রামে পেঁয়াজ-তেলে আগুন, স্বস্তি শুধু সবজিতে
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে নিত্যপণ্যের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। দুই সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে ৩৫-৪০ টাকা বেড়ে খুচরায় ১২০-১২৫ টাকায় পৌঁছেছে। পাইকারি বাজারেও সব ধরনের পেঁয়াজের দাম ৩০-৪০ টাকা বৃদ্ধি পেয়েছে।
ব্যবসায়ীদের দাবি, আমদানি বন্ধ এবং দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। নতুন পেঁয়াজ ডিসেম্বরের আগে বাজারে না আসায় পুরো নভেম্বরজুড়ে দামের ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে।
ভোজ্যতেলের বাজারেও একই চিত্র। সয়াবিন তেলের নির্ধারিত দাম লিটারপ্রতি ১৯৫ টাকা হলেও চট্টগ্রামের বাজারে তা ২০০-২০৩ টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিনের দামও নির্ধারিত দামের চেয়ে বেশি। আটা, মসুর ডালসহ কয়েকটি দৈনন্দিন পণ্যের দামও বেড়েছে, যা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে।
তবে শীতকালীন সবজি আসাতে কিছুটা স্বস্তি দেখা গেছে। শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ কয়েকটি সবজির দাম কমে স্থিতিশীল হয়েছে।
অন্যদিকে মাছের বাজার কিছুটা চড়া থাকলেও বেশিরভাগ প্রজাতির দাম সীমিত ওঠানামার মধ্যেই রয়েছে। সার্বিকভাবে মনিটরিং দুর্বল হওয়ায় বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে।
বিআলো/শিলি



