চ্যাম্পিয়নস লিগে লিভারপুরের ড্র

চ্যাম্পিয়নস লিগে লিভারপুরের ড্র

স্পোর্টস ডেস্ক: ম্যাচ শুরুর মাত্র ৫৫ সেকেন্ডের মাথায় গোল! এ এক অনন্য রেকর্ড। লিভারপুলের পক্ষে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম গোলের রেকর্ড এটি।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ডি-গ্র“পের শেষ রাউন্ডের ম্যাচে মিতউইলানের বিপক্ষে এ জাদু দেখান মোহামেদ সালাহ। কিন্তু সালাহর এমন নৈপুণ্যের দিনেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি লিভারপুল।

১-১ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইর্য়ুগ্লেন ক্লপের শিস্যদের। প্রথমার্ধে সেই গোল শোধ করতে পারেনি মিতউইলান। ব্যবধানও বাড়াতে পারেনি লিভারপুল। ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে নেমে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মিতউইলান। ডি-বক্সে ফাউলের সুবাদে পেনাল্টি পায় মিতউইলান। ৬২ মিনিটের মাথায় স্পটকিক থেকে গোল করেন আলেকসান্দের শোলজ। দল ফেরে সমতায়।

বাকি ৩০ মিনিটেও গোল দিতে পারেননি অলরেডরা। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে শেষ হয় খেলা। অবশ্য এই ড্রয়ের পরও শীর্ষস্থান অটুট রেখেছে লিভারপুল। শেষ ষোলো নিশ্চিত ছিল আগেই। ই গ্র“প থেকে লিভারপুলের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে আটলান্টা। বুধবার রাতে আয়াক্সের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে দলটি।

বিআলো/শিলি