• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চরফ্যাশন-মনপুরাকে রোল মডেল হিসেবে গড়ে তুলব: কামাল উদ্দিন 

     dailybangla 
    15th Jan 2026 5:12 pm  |  অনলাইন সংস্করণ

    মুশফিক হাওলাদার, ভোলা দক্ষিণ: ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশ ও হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন বলেছেন, চরফ্যাশন ও মনপুরার সার্বিক উন্নয়নের জন্য আমরা আত্মনিয়োগ করতে পারব। ইনশাল্লাহ নির্বাচিত হলে এই জনপদকে বিশ্বের দরবারে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

    বুধবার (১৪ জানুয়ারি) আপিল শুনানি শেষে মনোনয়ন বৈধতা পাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। একজন শিক্ষক হিসেবে আমি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষভাবে ভূমিকা রাখতে চাই। স্কুল-কলেজ, মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের নৈতিক গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।

    প্রফেসর কামাল উদ্দিন আরও বলেন, চরফ্যাশন ও মনপুরার শ্রমজীবী মানুষ, মৎস্যজীবী ও সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে। নদীভাঙন এ অঞ্চলের অন্যতম বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, স্থায়ী নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ প্রকল্প গ্রহণ করা হবে।

    তিনি ভোলা-বরিশাল সেতু নির্মাণ প্রসঙ্গে বলেন, এই সেতু বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এ বিষয়েও তিনি কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

    স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজে ও সুলভে চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

    এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় দায়িত্বশীল ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031