• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চলে গেলেন ডাকসুর একমাত্র নারী ভিপি, মুক্তিযোদ্ধা মাহফুজা খানম 

     dailybangla 
    13th Aug 2025 4:26 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ইতিহাসে একমাত্র নারী ভিপি, মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম (৮০) আর নেই। মঙ্গলবার সকালে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    মাহফুজা খানম ছিলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে—বড় ছেলে ও মেয়ে চিকিৎসক, ছোট ছেলে আইনজীবী।

    আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। পরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা ও আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

    ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে ছাত্র ইউনিয়নের প্রার্থী হয়ে ডাকসুর ভিপি নির্বাচিত হন মাহফুজা খানম। ১৯৬৬ সালে পদার্থবিজ্ঞানে স্নাতক ও ১৯৬৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বৃত্তি পেলেও রাজনৈতিক কারণে পাকিস্তান সরকার তাকে পাসপোর্ট দেয়নি।

    তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ও খেলাঘর আসরের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালে একুশে পদক পান।

    তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শোক জানিয়েছে।

    বিআলোে/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031