চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: অরাজনৈতিক সামাজিক সংগঠন চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনব্যাপী সংগঠনের প্রধান উপদেষ্টা সৌদি আরব প্রবাসী, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক তাজুল ইসলাম গাজীর তত্ত্বাবধায়নে সংগঠনের প্রতিষ্ঠাতা সুপরিচিত শিক্ষাবিদ মরহুম তাজুল ইসলাম মাষ্টারের সুযোগ্য সন্তান প্রবাসী
মোঃ হারুনুর রশিদ হাওলাদারের সার্বিক ব্যবস্থাপনা ফরিদগঞ্জের ৬ নং গুপ্টি ইউনিয়নের
আকসা গাজী বাড়ি হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে গ্যাস্ট্রোলিভার, নিউরো মেডিসিন ও কার্ডিওলজি ও বিশেষজ্ঞ ডাঃ মোঃ ওমর ফারুক, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ইয়াকুব ঢালী (রিফাত), এবং বারডেম হাসপাতালের মেডিসিন, শিশু ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডাঃ কাইফী আজমী জিদান স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীসহ প্রায় ৫’ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন
বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিলাস, শরীফ বেপারী, আব্দুল আজিজ মিরান মুন্সি, শরিফ খান, ইমরান হোসেন, মোঃ রিপন খান, ব্যাবসায়ী হাজী নুরুল ইসলাম, ইউনুস মিজি, মাসুদ পাটোয়ারী, গোলাম মাওলা।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের মুখপাত্র তাওহীদ হাওলাদার, সদস্য আইজান ইসলাম ফয়েজ, মোহাম্মদ ফরহাদ, রায়হান ঢালী, সালমান আহমেদ, হাবিব শেখ, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ রিফাত, আরিফ ঢালী প্রমুখ।
প্রসঙ্গ: চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক একটি সংগঠন। সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। সংগঠনটি এর আগেও ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়া এরই মধ্যে অত্র এলাকায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে সংগঠনটি সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছে। সংগঠনটি এর আগেও বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইফতার মাহফিল, এতিমখানায় খাবার বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা, ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা প্রদান এবং অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান।
ছবির ক্যাপশন: চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সংগঠনের প্রধান উপদেষ্টা সৌদি আরব প্রবাসী, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক তাজুল ইসলাম গাজীর তত্ত্বাবধায়নে সংগঠনের প্রতিষ্ঠাতা সুপরিচিত শিক্ষাবিদ মরহুম তাজুল ইসলাম মাষ্টারের সুযোগ্য সন্তান প্রবাসী মোঃ হারুনুর রশিদ হাওলাদারের সার্বিক ব্যবস্থাপনা
ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি ইউনিয়নের আকসা গাজী বাড়ি হাফেজিয়া মাদ্রাসার প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বিআলো/এফএইচএস



