চাঁদপুর-২ আসনে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী নাসিমা নাজনীন সরকারের মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার (খোকন)।
রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আহমেদ মো. নাজমুল ইসলামের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিল শেষে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া প্রার্থনা করেন।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসিমা নাজনীন সরকার বলেন, “সন্ত্রাস, মাদক ও প্রতিহিংসামুক্ত একটি সমৃদ্ধ চাঁদপুর-২ গড়াই আমাদের অঙ্গীকার।”
ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমি এই জনপদের মানুষের সেবা করতে চাই। আমাদের লক্ষ্য একটি সুন্দর, নিরাপদ ও বৈষম্যহীন চাঁদপুর গড়ে তোলা। সাধারণ মানুষের দোয়া ও সমর্থন পেলে পরিবর্তনের এই লড়াইয়ে আমরা সফল হব, ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ছাত্র মিশন কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বী, চাঁদপুর জেলা সদস্য মো. লোকমানসহ দলীয় নেতৃবৃন্দ।
দীর্ঘদিন পর নির্বাচনী আমেজ ফিরে আসায় চাঁদপুর-২ আসনের সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নাসিমা নাজনীন সরকারের নির্বাচনে অংশগ্রহণ আসনটির রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
বিআলো/তুরাগ



