চাঁদপুর-৫ আসন, নির্বাচিত হলে আপনাদের প্রত্যাশা পূরণ করতে চাই : মমিনুল হক
মো. রাফিউ হাসান হামজা, শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকের দিনব্যাপী পথসভায় বুধবার রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে উৎসাহ দেখা গেছে। অনুষ্ঠিত এসব পথসভায় বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এলাকায় এমন প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশ দেখা গেল। দিনের শুরুতে ইঞ্জিনিয়ার মমিনুল হক রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী বাজারে পথসভা করেন। এরপর রশিদপুর, উল্ল্যাশ্বর এবং রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলা, নাহারা, হাটপাড় ও বেরনাইয়া এলাকায় পথসভা শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
পথসভায় তিনি বলেন, এই জনপদের মানুষ বহুদিন ধরে উন্নয়ন ও অধিকার থেকে বঞ্চিত। আপনাদের প্রত্যাশা পূরণ করতে চাই। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যদি সুযোগ দেন তাহলে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও কৃষি খাতে দৃশ্যমান পরিবর্তন আনবো। তিনি আরও বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ফিরে পাওয়া এখন সময়ের দাবি।আপনারা সাহসী সিদ্ধান্ত নিলে আগামী দিনে এই অঞ্চলে নতুন সম্ভাবনার পথ খুলবে।
দিনব্যাপী কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পাটোয়ারী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর শাহরাস্তি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন ফরাজী, সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মো. ফখরুল ইসলাম বিলাস, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি, শাহরাস্তি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অভিযোগ করেন, এলাকায় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা গেলে বিএনপি প্রার্থী ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে পারবেন। দিনব্যাপী পথসভা ঘিরে রায়শ্রী অঞ্চলের রাজনৈতিক আবহে নতুন উত্তাপ তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গণসংযোগ আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বিআলো/আমিনা



