চাঁদপুর-৫ আসনে ভোটারদের মনে প্রশ্ন, বারবার দল বদলে আবারও মাঠে জাকির প্রধানিয়া
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে আবারও মাঠে নেমেছেন আলোচিত রাজনৈতিক চরিত্র জাকির হোসেন প্রধানিয়া। প্রথমে মনোনয়ন বাতিল হলেও আপিলে বৈধতা পান তিনি।
তবে দীর্ঘদিনের রাজনৈতিক যাত্রায় ঘন ঘন দল বদল, একাধিক পরিচয় ও অবস্থান পরিবর্তনের কারণে স্থানীয় ভোটারদের মধ্যে তার প্রকৃত রাজনৈতিক আদর্শ ও অবস্থান নিয়ে তীব্র প্রশ্ন তৈরি হয়েছে। কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টির একটি অংশ, আবার নিজস্ব নতুন দলের চেয়ারম্যান সব মিলিয়ে জাকির প্রধানিয়ার প্রার্থিতা এখন চাঁদপুর-৫ আসনের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত সমীকরণ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে জাকির হোসেন প্রধানিয়া প্রথমে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে মনোনয়ন সংগ্রহ করলেও শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। দ্বৈত অবস্থানের কারণে প্রাথমিকভাবে তার মনোনয়ন বাতিল করা হয়।
পরবর্তীতে আপিলের মাধ্যমে তিনি বৈধতা ফিরে পান এবং ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পান। তবে শুরুতেই এমন জটিলতা তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জাকির হোসেন প্রধানিয়া দাবি করেন, তিনি আওয়ামী লীগের সব পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
তবে সাংবাদিকরা পদত্যাগের লিখিত বা আনুষ্ঠানিক কোনো প্রমাণ চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এতে তার রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দেহ আরও গভীর হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ী হিসেবে জাকির হোসেন প্রধানিয়ার পরিচিতি থাকলেও রাজনৈতিক আদর্শ ও অবস্থান নিয়ে স্পষ্টতা নেই এমন মন্তব্য করছেন অনেকেই।
এরপর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে তিনি ঘোষণা দেন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি)। নিজেই দলের চেয়ারম্যান হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। কম উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, দেশের অন্তত ২০ জেলায় তাদের দলীয় কমিটি রয়েছে। তবে এ দাবির পক্ষেও দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়েনি।
স্থানীয়দের প্রশ্ন, তিনি কোন আদর্শে বিশ্বাস করে নির্বাচনে লড়ছেন? কোন রাজনৈতিক দর্শন জনগণের সামনে তুলে ধরছেন? মনোনয়ন বাতিল, আপিলে বৈধতা, দল বদলের ইতিহাস ও নতুন দল ঘোষণার পরও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকা সব মিলিয়ে চাঁদপুর-৫ আসনের নির্বাচনী সমীকরণে জাকির হোসেন প্রধানিয়া এখন সবচেয়ে আলোচিত ও রহস্যময় নাম। ভোটের মাঠে তার টিকে থাকা যেমন চ্যালেঞ্জের তেমনি তাকে ঘিরে বিতর্ক আপাতত থামার কোনো লক্ষণ নেই।
বিআলো/আমিনা



