চাঁদপুরে জেলা প্রশাসকের সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য কঠোর অবস্থান
শামীম হাসান, ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। জেলা প্রশাসক সরাসরি বললেন, নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রয়োজন এমন শিক্ষক যারা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি অতীতের মতো নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করে, তবে সেই ভাবনা থেকে এখনই বেরিয়ে আসতে হবে। জেলা প্রশাসক জানিয়েছেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আগের রাতেই ভোটের প্রস্তুতি শেষ করার মতো পরিস্থিতি তৈরি হবে না, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা হবে। জেলা প্রশাসক জানিয়েছেন, ২১ জানুয়ারি: প্রতীক বরাদ্দ, ২২ জানুয়ারি থেকে: প্রার্থী ও সমর্থকদের প্রকৃত নির্বাচনী আচরণ ফুটে উঠবে। তিনি প্রত্যাশা প্রকাশ করেন, ফরিদগঞ্জের মানুষ ভোট দেবেন এবং অন্যদেরও উৎসাহিত করবেন। জেলা প্রশাসক বলেন, আগামী বাংলাদেশের ভবিষ্যৎ আপনার হাতেই। নির্বাচনে আপনি সুন্দর থাকলে আমিও সুন্দর থাকব। সকল শ্রেণি-পেশার মানুষ সৌজন্যমূলক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। তিনি রাজনীতিকদের উদ্দেশ্যে বলেন, তাদের রাজনৈতিক আচরণকে নির্বাচনী আচরণে রূপান্তর করতে হবে এবং মনে করিয়ে দেন, শাসনের যন্ত্রণা মানুষ আর সহ্য করতে চায় না।
বিআলো/আমিনা



