চাঁদপুরে বাসচাপায় প্রাণ গেল ৮ বছরের শিশুর
dailybangla
09th Dec 2025 6:18 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে মায়ের হাত ধরে মাদ্রাসায় যাওয়ার সময় বাসচাপায় মাহফুজ হোসেন নামের ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাস মহামায়া পশ্চিম বাজার এলাকায় তাকে চাপা দেয়। নিহত মাহফুজ জামিউলতুল ইসলামীয়া সামছুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
নিহতের মা জানান, রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দৌঁড়ে গেলে দ্রুতগতির বাসটি তাকে চাপা দেয়। স্থানীয়রা ঘটনার প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে।
চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/শিলি



