• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুরের হাইমচরে সরকারী রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ 

     dailybangla 
    05th Apr 2025 5:34 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁদপুর প্রতিনিধি: হাইমচর উপজেলার আলগী বাজার থেকে তেলীর মোড় সড়ক ও বায়তুল আমান মসজিদ হতে কালা চকিদার মোড়ের সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে একটি বানিজ্যিক আবাসিক বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, বয়েজ স্কুল ও গার্লস স্কুলের মধ্যবর্তী মসজিদের বিপরীত পাশে এলজিইডির পিচঢালা রাস্তার শোল্ডার পিচঢালার সীমানা লাগোয়া ভবন নির্মান করা হচ্ছে, যা ইতিমধ্যে তিনতলা পর্যন্ত দৃশ্যমান। এলজিইডির নীতিমালা অনুযায়ী পিচঢালার শোল্ডার ও সীমানা হতে অন্তত দের মিটার দুরত্বে ভবন নির্মান করতে হয়। কিন্তু ভবনটি এমনভাবে নির্মান করা হচ্ছে, যা মৌজা ম্যাপ অনুযায়ী সরকারী রাস্তার অন্তত এক- তৃতীয়াংশ ও এলজিইডির পিচঢালার শোল্ডার / সীমানা সম্পূর্ণভাবে দখল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ভবনের মালিক রাস্তা উদ্বোধনের নামফলকটি ভেঙ্গে ফেলেছেন। এলাকাবাসী আপত্তি জানানো সত্বেও জমির মালিক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ার অবৈধ ভবন নির্মান বন্ধ করেনি। উপরন্তু রাস্তার অর্ধেকের বেশী দখল করে ইট, বালু, রড রেখে নির্মান কাজ করার কারনে একদিকে মানুষের চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে, অন্যদিকে রাস্তার পিচঢালা নষ্ট হচ্ছে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায়, নিয়মিত চার পাঁচ হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করেন, কিন্তু এই ভবন মালিকের অবৈধ দখলের কারনে এই ১০ ফুট প্রস্তের পিচঢালা রাস্তায় একসাথে দুটি অটোরিকশা অতিক্রম করতে পারেনি।

    নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, “আমরা সামাজিকভাবে ভবন মালিককে সরকারি রাস্তার দখল ছেড়ে ভবন নির্মান করার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি কোন কর্নপাত করেনি, উল্টো আমাদেরকে পরোক্ষভাবে হুমকি প্রদান করেন”।

    অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত ভবন মালিক মো. নেছার উদ্দিন জানান, “আমার জায়গা, আমার যা মন চায় তাই করবো। কিন্তু সরকারী রাস্তার একাংশ কেন দখল করেছেন, এই প্রশ্ন করলে কোন উত্তর দেননি”।

    উল্লেখ্য, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীদের দাবি নেছার উদ্দিন কোন ধরনের ভবন নির্মানের প্লান প্রনয়ন ও সংশ্লিষ্ট সরকারী কর্তৃপক্ষের নিকট থেকে প্লান পাশ ও ছাড়পত্র ব্যতীত সম্পূর্ণ অবৈধ ও ঝুকিপূর্ণ ভবন নির্মান
    করছেন। সরকারী রাস্তা উদ্ধার করে জনগনের চলাচলের পথ সুগম করার জন্য এলাকাবাসী প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930