চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিদেশী অস্ত্র ও গোলাবারুদ জব্দ
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও সীমান্ত নিরাপত্তা জোরদারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।
এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রাঘববাটি এলাকায় অভিযান পরিচালনা করে ৫৩ বিজিবি। সীমান্ত থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে ভবিষ্যতেও কৌশলগত ও প্রতিরোধমূলক অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/তুরাগ



