• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে ৫৩ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ 

     অনলাইন ডেক্স 
    06th Jan 2026 7:46 pm  |  অনলাইন সংস্করণ

    হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ: চলমান তীব্র শীতে বিপর্যস্ত স্থানীয় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী সেক্টর ও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ফতেপুর বিওপির দায়িত্বাধীন এলাকার ১নং দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া অঞ্চলের ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষকে ৩০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী। তিনি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমন করে যাচ্ছে। পাশাপাশি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। শীতের এই সময়ে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবা দেওয়া আমাদের জন্য গৌরবের।”

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহসান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিজিবি’র অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিজিবি কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031