চানখাঁরপুল হত্যাকাণ্ড: মানবতাবিরোধী অপরাধের রায় আজ
dailybangla
26th Jan 2026 12:40 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবেন। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজন আসামি রয়েছেন, যাদের মধ্যে চারজন পলাতক।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলাটি জুলাই গণ-অভ্যুত্থানসংক্রান্ত দ্বিতীয় রায় হতে যাচ্ছে।
এর আগে প্রথম মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
বিআলো/শিলি



