‘চিলগাম’ ভিডিওতে ঝড় তুললেন মালাইকা-হানি সিং
dailybangla
08th Nov 2025 11:16 am | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: হানি সিংয়ের নতুন মিউজিক ভিডিও ‘চিলগাম’ প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা আরোরা।
ভিডিওতে তার নাচের ভঙ্গি ও অঙ্গভঙ্গিকে অনেকেই ‘অশালীন’ বলে মন্তব্য করেছেন।
গানটিতে মালাইকাকে চুইংগাম চিবাতে ও জিভ বের করে নাচতে দেখা যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র বিতর্ক।
দর্শকের একাংশের মতে, মালাইকার একসময়কার জনপ্রিয় আইটেম গান ‘ছাইয়া ছাইয়া’ বা ‘থামা থামা’-এর তুলনায় এই ভিডিওতে আবেদন ও মান দুটোই অনুপস্থিত।
ভিডিওর নাচের ধরন ‘টোয়ার্কিং’ হওয়ায় তা অনেকের কাছে অস্বস্তিকর লেগেছে। কেউ কেউ গানটি নিষিদ্ধের দাবিও তুলেছেন।
তবে অন্য একটি অংশ বলছে, হানি সিংয়ের গানের সাহসী উপস্থাপনাই তার পরিচয়, তাই এ বিতর্ক অমূলক।
বিআলো/শিলি



