চীনের সমুদ্রতলে বিশাল স্বর্ণভাণ্ডারের সন্ধান
dailybangla
23rd Dec 2025 12:31 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: সমুদ্রতলের নিচে বিপুল পরিমাণ স্বর্ণভাণ্ডারের সন্ধান পাওয়ার দাবি করেছে চীন।
চীনের শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইঝৌ উপকূলের কাছে এই স্বর্ণভাণ্ডার আবিষ্কৃত হয়েছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। কর্তৃপক্ষের মতে, এটি এশিয়ার বৃহত্তম সমুদ্রতলভিত্তিক স্বর্ণভাণ্ডার হতে পারে।
এই আবিষ্কারের ফলে লাইঝৌ অঞ্চলে প্রমাণিত স্বর্ণের মোট মজুত ৩,৯০০ টনের বেশি হয়েছে, যা চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় এক-চতুর্থাংশ।
বিশ্লেষকরা বলছেন, এটি চীনের খনিজ অনুসন্ধান সক্ষমতায় বড় অগ্রগতি এবং ভবিষ্যতে আরও বড় স্বর্ণ মজুত আবিষ্কারের ইঙ্গিত দিচ্ছে।
এর আগে লিয়াওনিং, শিনজিয়াং ও কুনলুন পর্বতমালায় একাধিক বিশাল স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা দেয় চীন, যা দেশটিকে বৈশ্বিক স্বর্ণ উৎপাদনে আরও শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
বিআলো/শিলি



